বায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দয় আমি
লিখেছেন লিখেছেন মামুন ০৩ অক্টোবর, ২০১৪, ১০:১৫:৪৬ সকাল
বায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দয় আমি
.
বায়ান্নতে তখন আমি বাঙালি!
মায়ের ভাষা কেড়ে নিতে চাইলো ক্ষমতাসীন পাকিরা।
সেবার বোবা হবার অনুভূতি কাটালাম
রাজপথে উষ্ণ শোণিত ঢেলে।
সেই ক্ষমতাসীন পাকিরা তো ছিল
হাজার মাইল দূরের, ভাষা-সংস্কৃতিতেও ভিন্ন।
.
দু'হাজার চৌদ্দয় এখন আমি বাংলাদেশী!
আবার বোবা করার ষড়যন্ত্র চলেছে।
উল্লাসে মেতে উঠা ক্ষমতাসীন ওরা তো
একই ভাষাভাষী লাল সবুজের ধ্বজাধারী!
.
বায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দয় এসে-
কণ্ঠরোধের নতুন কালাকানুন,
কেবলি মুদ্রার এপিঠ-ওপিঠ!
.
বায়ান্ন পেরিয়ে দু'হাজার চৌদ্দয় আজ
সোশ্যাল মিডিয়ার পাগলা ঘোড়ায় চড়ে,
দেশের সাড়ে ষোলো কোটি 'আমি' আজ
এক একজন সাংবাদিক!
.
সেই বাঙালির বেশে এই বাংলাদেশী!
রয়েছি তো আজও সেই একই 'আমি'-
একই হৃদয়ে একই লাল রক্ত!
কিভাবে রুখে আমায় এবার
দেখব দেখব দেখবই।
.
প্রয়োজনে প্রতিটি মুহুর্ত-দিন হয়ে উঠবে
আবারো এক একটি একুশে ফেব্রুয়ারি...
কিংবা আটই ফাল্গুন!
বিষয়: সাহিত্য
৯৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দ ..... শোষিতরা আরো নিষ্পেষণে জর্জরিত হলেও শাসকরা একই মন-মানষিকতায় ই রয়ে গেছে।স্বীয় স্বার্থে কন্ঠরোধ আরো বেশী পরিমানে।
এর জন্যে ইতিহাস বিকৃতিতেও পিছু হটে না।
মায়ের ভাষার মর্যাদা আদায়ে তৎকালীন ঢাকসু জিএস অধ্যাপক গোলাম আজম ২মাস কারাবরণ করলেও অর্ডারী ইতিহাসে তা খুজে পাওয়া যায় না।
জাজাকাল্লাহু খাইর।
আবারো এক একটি একুশে ফেব্রুয়ারি...
অসাম ভাই অসাম
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
সহমত আপনার সাথে।
শুভেচ্ছা রইলো।
অসির চেয়ে মসী শক্তিশালী-
আপনার পোস্টে তা টের পাওয়া যায়
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
হ্যা ভাইয়া। আমাদের মত সাধারন লোকের এই সবেধন নীলমণি 'অসি-ই' একমাত্র ভরসা/অস্ত্র।
একেই নেড়েচেড়ে চলছি।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন